| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব আফিম চাষ বন্ধ করতে জাফরান চাষের ব্যাপক কর্মসূচি আফগান সরকারের


আফিম চাষ বন্ধ করতে জাফরান চাষের ব্যাপক কর্মসূচি আফগান সরকারের


রহমত নিউজ     06 October, 2025     01:26 PM    


দীর্ঘদিন ধরে আফিম উৎপাদনের জন্য আন্তর্জাতিক সমালোচনার মুখে থাকা ইমারাতে ইসলামিয়া  আফগানিস্তানে এবার খুলতে যাচ্ছে নতুন দিগন্ত। আফিম চাষ বিলুপ্ত করে কৃষকদের জন্য বিকল্প জীবিকা নিশ্চিত করতে দেশটিতে শুরু হয়েছে জাফরান চাষের ব্যাপক কর্মসূচি।

কান্দাহার প্রদেশের খাকরেজ, নিশ, মারুফ, দামান এবং মিয়ান-এ-শিন জেলায় এই উদ্যোগের প্রথম ধাপ শুরু হয়েছে।

সরকারের লক্ষ্য, আফগানিস্তানের কৃষি খাতে বৈচিত্র্য আনা এবং কৃষকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা।

কান্দাহার প্রাদেশিক কৃষি, সেচ ও প্রাণিসম্পদ বিভাগের মুখপাত্র মাওলানা মুহাম্মাদ হানিফ হাকমাল জানান, এই বছর উল্লিখিত জেলাগুলোতে জাফরান চাষ শুরু হয়েছে। এটি এমন এক কর্মসূচির অংশ, যার উদ্দেশ্য আফিম নির্ভর অর্থনীতি থেকে কৃষকদের মুক্ত করে টেকসই বিকল্প জীবিকা নিশ্চিত করা।

তিনি আরও জানান, জাফরান চাষে মোট খরচ হয়েছে প্রায় ৭,০৬০,০০০ আফগানি। কৃষকদের দক্ষতা বৃদ্ধি ও উৎপাদন বাড়ানোর লক্ষ্যে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালাও আয়োজিত হয়েছে।

অন্যদিকে, বিকল্প জীবিকার অংশ হিসেবে আন্তর্জাতিক ড্রাগ কন্ট্রোল সংস্থার সহায়তায় উপরের শাওয়ালিকোট, নীচের শাওয়ালিকোট, নিশ এবং মিয়ান-এ-শিন জেলায় নতুন পিস্তা বাগান স্থাপন করা হয়েছে।

তালেবান সরকারের এই উদ্যোগকে অনেকেই আফগানিস্তানের কৃষি খাতে এক ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখছেন।

সূত্র: হুরিয়াত